নোয়াখালীতে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের ৯০ লাখ টাকা আত্মসাৎ ,ম্যানেজারসহ আটক-২


          
                            
মোঃরুবেল হোসাঈন শুভ ,নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিকাশের ৯০ লাখ টাকা ছিনতাইয়ের এর নাটক সাজিয়ে আত্মসাতের অভিযোগে বিকাশের ম্যানেজার সহ ২ জনকে আটক করেছে পুলিশ।  বুধবার ২৯ জুলাই দুপুরে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শ ক (তদন্ত) করে ছিনতাইয়ের নাটক বর্ণনা দেন।আটককৃত সুমন মজুমদার (৪০) উপজেলা চরপার্ব তী ইউনিয়নের ৩ ওর্য়াডের সন্তোষ কুমার মজুমদারের ছেলে এবং বিকাশের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ম্যানেজার শিশির মজুমদার (৩৬) চর হাজারী ২ নং ওর্য়াডের রাগারগো বাড়ির বিনোদ বিহাররি ছেলে।                        কোম্পানীগঞ্জ থানার পুলিশ বলেন আমরা খবর পাই বুধবার ২৯ জুলাই সকাল ৯ টায় উপজেলা চর হাজারী ইউনিয়নের ২ নং ওর্য়াডের আলী আহমেদ বাড়ীর সামনে থেকে বিকাশের ডিস্ট্রিবিউশন হাউজ এ,এস কমিনিকেশন -২ (চৌমুনীর) ৯০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ