চৌগাছায় রাস্তা সংস্করণে দিঘড়ী গ্রাম বাসীর খোলা চিঠি






চৌগাছা(যশোর) প্রতিনিধি:মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়, ভিশন-২১,ভিশন-৪১,অষ্টম পঞ্চবার্ষকী পরিকল্পনা বাস্তবায়ন,SDG ও MDG লক্ষ্য বাস্তবায়ন, এবং গ্রামকে শহরে পরিণত করার মতো উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রধান অন্তরায় অনুন্নত যোগাযোগ ব্যবস্থ।
আমি চৌগাছা উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহি একটি গ্রাম দিঘড়ী গ্রামবাসীর পক্ষ থেকে অত্র এলাকার অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কথা বলছি,এলাকার ৯৮ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভশীল।মাঠ থেকে ফসল গৃহজাত করণ এবং বাজারজাত করণে নানা প্রতিকূলতা সৃষ্টি হচ্ছে দিনের পর দিন।শিক্ষা ক্ষেত্রেও অবনতি একমাত্র বাধা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা।সাম্প্রতিক প্রলয়ঙ্কারী প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আম্পানের হানায় লণ্ডভণ্ড হয়ে গেছে গ্রামের অন্যতম একটি রাস্তা। গ্রীষ্মের ধুলাবালি আর বর্ষার কাদায় আচ্ছাদিত গ্রামের সকল রাস্তা।
অত্র এলাকার যাতায়াতের ৭টি রাস্তা আছে সবগুলোই কাঁচা, ধুলাবালু ও কাদাযুক্ত। যার মধ্যে দুটি প্রধান রাস্তা রয়েছে।মাঠ থেকে ফসল ঘরে তোলা এবং ফসল বাজারজাত করার জন্য বিশেষ ভাবে গুরুত্ব বহন করে যা চৌগাছা বাজার এবং পুড়াপাড়া বাজারের সাথে সংযুক্ত। মাশিলা বাজার থেকে সাংঞ্চাডাঙ্গা পর্যন্ত ৭ কিলোমিটার,অত্র গ্রাম থেকে কাকুড়িয়ার দূরত্ব ১ কিলোমিটার,দিঘড়ী মাদ্রাসা থেকে মাধবপুর ২ কিলোমিটার, মাশিলা বাজার পর্যন্ত ৩ কিলোমিটার, সাংঞ্চাডাঙ্গা বাজার পর্যন্ত ৩ কিলোমিটার। অত্র গ্রামের সাথে যাতায়াতের জন্য সড়ক সংযুক্ত রয়েছে,কাকুড়িয়া,সাংঞ্চাডাঙ্গা,দেবালয়,কমলাপুর, পুড়াপাড়া,চুটারহুদা,মাকাপুর, বল্লবপুর,নায়ড়া,গয়ড়া,হিজলি,তিলেকপুর,মাশিলা, মষ্সমপুর,দিঘলসিংহা,চাঁদপুর,চৌগাছা, তারনিবাস,কদমতলা,স্বরুপদাহ,মাধবপুর,খড়িংঞ্চা ও অন্যান্য ৪০-৫০টি গ্রামের সাথে। অত্র গ্রামে ৮০০০ মানুষের বসবাস,ভোটার সংখ্যা ৫০০০জন।গ্রামে একটি স্কুল, একটি মাদ্রাসা, একটি প্রাইমারী স্কুল, একটি ক্লিনিক,একটি বাজার,দুটি মসজিদ রয়েছে।শিক্ষার হার ৬০ শতাংশ, দারিদ্র্যের হার ৭০শতাংশ,উন্নয়নের হার ৫ শতাংশ। 
এমতাবস্থায় উন্নত যোগাযোগ ব্যবস্থা গ্রামবাসীর প্রাণের দাবি। দ্রুত রাস্তা পাকাকরণ এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা গ্রামবাসী  কর্তৃপক্ষ্যের দৃষ্টি আকর্ষণ করছি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ