আশাশুনির বেউলায় মধ্য রাতে বাড়িতে ঢুকে হামলা // স্বর্ণলঙ্কার লুট





আহসান উল্লাহ বাবলু উপজেলা   প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে মধ্য রাতে হিন্দু বাড়িতে ঢুকে গৃহকত্রীর উপর হামলা চালানো হয়েছে। হামলার পর গৃহকত্রীর কানের দুল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানাগেছে।

পারিবারিক সূত্রে জানাগেছে বেউলা গ্রামের যতিন্দ্র নাথ মন্ডলের ছেলে গ্রাম ডাক্তার অরুন মন্ডল ওরফে অরেবিন্দ মন্ডলের বাড়িতে সোমবার দিবাগত রাতে কে বা কারা প্রবেশ করে তাদের সকলকে বন্দি করে রাখে। এসময় গ্রাম ডাক্তার অরুন মন্ডল ওরফে অরেবিন্দ মন্ডলের স্ত্রীর উপর অতর্কিত হামলা চালায় সংঘবদ্ধ হামলাকারীরা। তবে কিছুদিন পূর্বে একই গ্রামে একটি বাড়ির সকলকে অচেতন করে চুরি সংগঠিত হলে অসুস্থ সকলকে চিকিৎসা প্রদান করেন গ্রাম ডাক্তার অরুন মন্ডল ওরফে অরেবিন্দ মন্ডল। সে ঘটনার প্রতি হিংসায় এ হামলার ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। অন্যদিকে আশাশুনি থানা পুলিশের পক্ষ থেকে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলার ঘটনার সত্যতা স্বীকার করে আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন, এ কর্মকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ