সম্রাট হোসেন, শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ
ঝিনাইদহ - কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার দুধসর চাঁদপুর উওর পাশে রুপসা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আশা একটি মোটর সাইকেল চালকে চাপা দিয়ে রাস্তার পাশে গাছের গাছের সাথে ধাকা লাগে। মোটর সাইকেল আরোহি তুষার (২০) নামের কলেজ ছাত্র নিহত হয়েছে এবং রুবেল নামের আর এক জন কলেজ ছাত্র গুরুত্ব আহাত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়ছে। তাদের দুই জনের বাড়ি শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা।
