আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত





আহসান উল্লাহ বাবলু উপজেলা   প্রতিনিধি:
আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পরিষদের পুকুরে এ মাছ অবমুক্ত করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। মাছের পোনা অবমুক্ত কা কালে এবিএম মোস্তাকিম বলেন মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। জাতীয় সম্পদ রক্ষার স্বার্থে চিংড়ি মাছে পুশ ও অপদ্রব্য ব্যবহার না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা কারিমুল হক, পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম আলাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ