সুমন হোসেন, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের বিভিন্ন যৌন পল্লীর ১শ’৫০ জন যৌনকর্মীর হাতে উপহার প্রদান করা হয়েছে। যশোর জেলাপ্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার জেলাপ্রশাসক মো:তমিজুল ইসলাম খান এ উপহার বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক(সার্বিক) মো: রফিকুল হাসান, সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক অসিত কুমার সাহা। ধারা যশোর, ওয়েভ ফাউন্ডেশন, স্যালভেশন আর্মি ও বাসা এন্টারপ্রাইজের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে অংশ নেন ‘ধারা’যশোরের নির্বাহী পরিচালক লিপিকা দাশ গুপ্তা, ওয়েভ ফাউন্ডেশন, স্যালভেশন আর্মি ও বাসা এন্টারপ্রাইজের প্রতিনিধি বৃন্দ। অনুষ্ঠান সমন্বয় করেন এডাব যশোরের সহসভাপতি ও জেলা এন জিও সমন্বয়কারী শাহজাহান নান্নু।
