দড়াটানায় ছুরিকাঘাতে ব্যবসায়ী গুরুতর জখম!



 

সুমন হোসেন, যশোর জেলা প্রতিনিধি। 
যশোরে ইমরুল হোসেন (২৪) নামে এক গেঞ্জি ব্যবসায়ীকে ছুরি মেরে গুরুতর আহত করেছে দুর্র্বৃত্তরা। আহত ইমরুল শহরের ঘোপ বউবাজার ধানপট্টির আকরাম আলীর ছেলে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় আরাম সু স্টোরের সামনে। আহত ইমরুল ও তার স্বজনরা জানান, একই এলাকার পারভেজ, রানা, নূরনবী পূর্বশত্রুতার জের ধরে তার পশ্চাদ্দেশে ছুরি মেরে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের সার্জারি ওয়ার্ডে দায়িত্বরত ডাক্তার রুবেল মোল্লা জানান, ইমরুলের শরীরে তিন দফা ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা খুলনায় রেফার করা হবে।
কোতয়ালী থাানার ওসি মনিরুজ্জামান জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কারা কী কারণে তাকে ছুরিকাঘাত করেছে পুলিশ তা খতিয়ে দেখছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ