শ্রীউলায় প্রকল্প সমাপ্তীকরণ সভা





 আহসান উল্লাহ  বাবলু  উপজেলা প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার শ্রীউলায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সাইক্লোন আম্পান রেসপন্স প্রকল্প এর সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় মাড়িয়ালা সাইক্লোন শেল্টারে এ সভা অনুষ্ঠিত হয়। মুসলিম এইড ইউকে কান্ট্রি অফিস বাংলাদেশ এর অর্থায়নে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিও) বাস্তবায়নে নগত অর্থ সহায়তা কর্মসূচী সমাপ্তীকরণ সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য ইয়াছিন আলি, আঃ রব, জালাল উদ্দীন, মুসলিম এইড মনিটরিং অফিসার আল-আমিন, হিসাব রক্ষক মনির হোসেন, গণমুখী ফাউন্ডেশনের (এম এফ) আলমগীর হোসেন, এনজিএফ মনিটরিং অফিসার মাহবুব আলম, ফাউন্ডেশনের নাকতাড়া শাখার ম্যানেজার আঃ মালেক, ফিল্ড ফাসিলেলেটর রফিকুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম, সমাজ কর্মী মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে শ্রীউলা ইউনিয়নের ৩৬৮ পরিবারের মাঝে ৪৫০০ টাকা করে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ