নাগরপুরে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা,প্রচার ও প্রেসব্রিফিং সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত





ডা.এম.এ.মান্নান, টাংগাইল জেলা প্রতিনিধি:জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 আজ সোমবার,২৭ জুলাই ২০২০ খ্রি.সকাল-১০.০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেমিনারের আয়োজন করেছে। 

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টাঙ্গাইলের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য  জ্বনাব মো.আহসানুল ইসলাম টিটু।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস।

এছাড়াও সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক, পেশাজীবী ও কৃষিজীবি প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ