মামুনুর রশিদ ,দিনাজপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-আযহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত। এ ঈদ ত্যাগ স্বীকারের এক অনন্য তাৎপর্যমন্ডিত ক্ষণ। আমাদের আশ-পাশের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, তাদের সাধ্যমত সহায়তা প্রদান এ ঈদের অন্যতম দাবী। আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সহায়তার হাত প্রসারিত করতে হবে। তাহলে ধণী- গরির সবাই সমানভাবে ঈদের খুশী ভাগাভাগি করে নিতে পারবে। যারা এ কাজ করবে মহান আল্লাহ পাক তাদের অপর খুশী হবেন। ফলে আমরা দুনিয়া ও আখিরাত উভয় স্থান সফলভাবে লাভ করবো।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজের জীবন দিয়ে শিক্ষা দিয়েছেন মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। আমরা তার অনুসারী হিসেবে সাধ্যমত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। সবাই মিলে মানুষের পাশে দাঁড়ালে আর কোন সমস্যা থাকবে না।
২৯ জুলাই বুধবার দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা ত্রাণ কমিটির আহবয়ক আলতাফুজ্জামান মিতা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাধারন সম্পাদক ও মুখপাত্র মোঃ মনিরুজ্জামান জুয়েল, জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সবুর। সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফারজানা রিনা, জয়ন্ত ঘোষ, আবুল কালাম, সিয়াম, কিরণ, আতিক ও রাকিব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ক্ষুদে সদস্য মোঃ সিয়াম। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, আটা, সাবান, মাস্ক সহ বিভিন্ন সামগ্রী।
