আহসান উল্লাহ বাবলু উপজেলা প্রতিনিধি ॥ আশাশুনি হাসপাতালে কর্মরত পরিসংখ্যানবিদ (ভারপ্রাপ্ত) করোনা পজিটিভ আব্দুল খালেক এর পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার সকালে তার বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করা হয়। আব্দুল খালেক করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার ভাড়া বাসা লকডাউন ঘোষণা করা হয়। বাসাতেই খালেকের চিকিৎসা চলছে। তার অবস্থা আশাব্যাঞ্জক রয়েছে। মঙ্গলবার আক্রান্ত আঃ খালেক এবং তার পরিবার সহ মোট ০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহ করেন, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান দীলিপ কুমার ঘোষ ও স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপন। আঃ খালেক সহ তার পরিবারের সকলের অবস্থা স্বাভাবিক আছে বলে জানা গেছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
