চাঁপাইনবাবগঞ্জে ঈদ করতে প্রাণের টানে ঘরে ফিরছে মানুষ || ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত

     




শামিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
আগামী ১ আগস্ট শনিবার পবিত্র ঈদুল আজহা কোরবানি ঈদ। ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যারা বাইরে থাকে কাজের জন্য তারা ইতোমধ্যে ঈদ করতে প্রাণের টানে বাড়ি আসতে শুরু করেছে। 

গত কয়েকদিন থেকে চাঁপাইনবাবগঞ্জের প্রবেশ পথ বিশ্বরোডে বিভিন্ন যানবাহনে করে অন্য জেলা থেকে ফিরতে দেখা গেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম থেকে মানুষ আসছে। 

এরই মধ্যে অন্য জেলার মত চাঁপাইনবাবগঞ্জেও করোনা আক্রান্ত রোগী ৪ শতাধিক ছাড়িয়ে গেছে। এর ভেতর মৃত্যু বরণ করেছে ৫ জন। পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। তবু মানুষ সচেতন হচ্ছে না। দূরত্ব বজায় রাখছে না, মাস্ক ব্যবহার করছে না। এর কারনে যে বিপদ আরও বাড়ছে তা বুঝতে চেষ্টা করছে না মানুষ। 

মঙ্গলবার রাত ৮ টার দিকে বিশ্বরোড মোড়ে বহু মানুষকে ঢাকা কোচসহ অন্য যানবাহনে আসতে দেখা গেছে। এর পর অটোতে গাদাগাদি করে চড়ে নিজ গন্তব্যে যাচ্ছে। যেখানে এখন সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে বলা হয়েছে সেখানে এসব মানুষ কিছুই মনে করছে না।            
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় জেলার প্রবেশ পথে পুলিশ ও ট্রাফিক পুলিশ দিতরাত দায়িত্ব পালন করছে। জেলার যে সব ট্রাকে গরু বিভিন্ন হাটে নিয়ে যাচ্ছে সে সব ট্রাকে সে হাটের নাম লিখে দিচ্ছে পুলিশ। জোর করে কোন ট্রাককে কেউ হাটে নিয়ে যেতে পারবে না পুলিশের এ উদ্যোগের জন্য।

তাই আসুন আমরা সকলে নিজে এবং দেশকে বাঁচাতে ও নিরাপদ রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। করোনা ভাইরাস প্রতিরোধে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ