মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল এলাকায় অভিযান চালিয়ে সাজু শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। সে ওই উপজেলার চর টেংরাইল খড়তলা গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে।
র্যাব-১২’র মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ২৭৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল, ১টি সিম জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
