মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে করোনায় আক্রান্ত হয়ে এক পরিবার কল্যাণ সহকারির মৃত্যু হয়েছে।
খাদিজাতুল কোবরা নামের এই পরিবার কল্যাণ সহকারির বাড়ি কাজিপুর উপজেলা সদরে এবং কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
কাজিপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক এই তথ্য নিশ্চিত করে জানান, “ওই কর্মির করোনা পজেটিভ আসায় তিনি সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অনবতি হলে গত রবিবার (৩০ আগস্ট) ঢাকায় নেবার পথে বিকেল সাড়ে চারটায় তার মৃত্যু হয়।” পরে স্বজনরা রাতেই পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করেন।
উল্লেখ্য, কাজিপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত্রের সংখ্যা ৫৯।