মাসুদ রানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা যোগদান করেছেন।
সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও হিসেবে যোগদান করেন। তিনি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের পরিবর্তে নিযুক্ত হয়েছেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাণী বিদ্যা বিষয়ের উপর অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন শেষে ৩৩ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে অংশগ্রহন করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তার পৈত্রিক নিবাস রাজশাহী জেলা শহরে।
এদিকে বিদায়ী কামারখন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম নাটোরের বড়াই গ্রামে নিযুক্ত হয়েছেন