নন্দীগ্রামে উপজেলা চেয়ারম্যানের উপর হামলা ও লাঞ্চিতের ঘটনায় বিক্ষোভ সমাবেশ




আব্দুল আহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ


বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল আশরাফ জিন্নাহ''র উপর হামলা ও 

লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুস্ঠিত হয়েছে। ঘটনা সূত্রে জানাযায়, ২৯শে অক্টোবর শনিবার সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ কুন্দারহাট বাজারে অবস্থিত চায়ের দোকানে সবার সাথে কুশল বিনিময় করছিলো, ঠিক সেই সময় পূর্ব দলীয় বিরোধের জের ধরে সেই স্থানে ৫নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী (ফক্কার) উপস্থিত হয় এবং তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, কথা কাটাকাটির এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ কে গালি গালাজ সহ তার পাঁনজাবির কলার ধরে 

লাঞ্ছিত করে জুলফিকার আলী (ফক্কার) সহ তার সাথে থাকা অজ্ঞাত ব্যাক্তিরা। এই ঘটনায় উপজেলা চেয়ারম্যান জিন্নাহ'র ছোট ভাই উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মাহমুদ আশরাফ মামুন বাদী হয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী (ফক্কার) কে ১নং আসামী ও ৪জন কে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা করে, মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি শওকত কবির। উক্ত ঘটনায় বিকেল ৩টায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্তের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন উপজেলা চেয়ারম্যানের উপর হামলা ও লাঞ্ছিতের প্রতিবাদে ও দোষী ব্যাক্তিদের দাবী দ্রুত 

গ্রেপ্তারের বিক্ষোভ মিছিল বের করে, মিছিলটি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সভা করে।উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি শ্রী দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম (শফিক), সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, ছাত্রলীগ নেতা শুভ আহম্মেদ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী সাজু, ২নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ছাত্রনেতা সাইফুল ইসলাম দুলাল, যুবলীগ নেতা, এমআর জামান রাসেল, বেনজীর আহমেদ, মোফাজ্জল বারী, সুমন আহমেদ, আসকান আলী , রুহুল আমিন, এনামুল হক, লিটন, ফারুক, দিলীপ প্রমূখ। উক্ত প্রতিবাদ সভায় আগামী সোমবার বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশের ডাক দেন বক্তারা।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ