আশাশুনি'র শ্রীউলা ইউনিয়নে ত্রান বঞ্চিত, জেলা প্রশাসকের কাছে অভিযোগ

 

আজহারুল ইসলাম সাদী, জেলা  প্রতিনিধিঃবর্তমানে একদিকে করোনা ভাইরাস, অপরদিকে ঘূর্ণিঝড় আম্ফানে নদী ভাঙ্গন, তার উপর সাম্প্রতিক অতিবর্ষনে প্লাবিত হয়ে নিম্নাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবন যাপন দুর্বিসহ হয়ে উঠেছে। 

যার মধ্যে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার,  শ্রীউলা ইউনিয়ন বাসী, এতটাই ক্ষতিগ্রস্ত তা ভাষায় প্রকাশ যোগ্য নয়।

তার উপর ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর অভিযোগ আমরা ধর্না দিয়েও সরকারি ত্রাণ সামগ্রী পাচ্ছি না? 

অথচ যারা ঘুমিয়ে থাকে তাদের ঘুম থেকে ডেকে উঠিয়ে ত্রাণ দেয়া হচ্ছে?


এমনি অভিযোগ করেন আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে সয়ং সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এর সামনে।


অভিযোগ রয়েছে, শ্রীউলা  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ সরদার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম বুলুকে, বর্তমান ইউপি  চেয়ারম্যান সাথে নিয়ে কোন কাজ করেন না?


এলাকাবাসী অভিযোগ করে আরো বলেন,  শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলকে যারা সমর্থন করেনা, তাদেরকে বঞ্চিত করেন পরিষদের সকল সুযোগ সুবিধা থেকে।

বিষয়টি শ্রীউলা ইউনিয়নের দূর্গম এলাকায় এসে পর্যবেক্ষণ করলে, প্রমাণ পাওয়া যাবে বলে যানান ভুক্তভোগীরা।


ক্ষোভের বসে ভুক্তভোগীরা সমবেত হয়ে মহিষকুড় এলাকায় আজ, এমনি অভিযোগ তুলে ধরেন।

এসময় জেলা প্রশাসক তাদের কে আশ্বস্ত করে জানান আপনারা কেউ ত্রাণের আওতা থেকে বাদ যাবেন না?

তবে পর্যায়ক্রমে যারা বেশি ক্ষতিগ্রস্ত তারাই আগে ত্রাণ পাবেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ