পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়ার আশিয়ায় ইউনিয়নে ৫ নন্বর ওয়ার্ডে মধ্যেম পাড়ার সোনা মিয়া সওদাগরের বাড়িতে পুুর্বের জায়গায় সম্পক্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা হামলা চালিয়ে একজন বৃদ্ধকে কুপিয়ে জখম সহ৪ জনকে রক্তাক্ত জখম করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ৩০ আগষ্ট রবিবার সকাল ৯ টায় আশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মধ্যেম পাড়ার সোনা মিয়া সওদাগরের বাড়িতে। আহতরা হলেম, এলাকার বৃদ্ধ গোলাম মোস্তাফা, তার ছেলে সাদ্দাম হোসেন, স্ত্রী হাছিনা বেগম, মেয়ে কলেজ শিকার্থী শামীমা আকতার। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য প্রেরণ করে। এর মধ্যে গোলাম মোস্তাফা ও সাদ্দাম হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে চিকিৎসা জন্য রেফার করে
জানান তার মেয়ে শামীমা আকতার । গোলাম মোস্তাফা ও তার পুএ সাদ্দাম হোসেন চিকিৎসা জন্য চট্টগ্রামে থাকায় সাদ্দাম বাদী হয়ে তার স্বাক্ষরিত একটি অবিযোগ তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস এর মাদ্যেমে একই এলাকার মোহাম্মদ হোসেন, মোহাম্মদ জাহেদুল আলম, মোহাম্মদ ওমর ফারুক, তসলিমা আকতার, ইসমত আরা আকতার সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার এস আই বোরহান। অভিযোগ সুএে জানাযায়,গোলাম মোস্তাফার সাথে মোহাম্মদ হোসেন গং মধ্যে বাড়ির পৈত্রিক সম্পক্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে তুচ্ছ ঘটনার বিষয়ে মোস্তাফার ছাগল মোহাম্মদ হোসেন ভিটিতে গিয়েছে কেন অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে মোস্তাফা এর কারণ জানতে চাইলে প্রতিপক্ষরা পুর্ব পরিকল্পিত ভাবে দেশীয়অস্ত্রশস্র রোহার রড ও কিরিচ দিয়ে গোলাম মোস্তাফা কে মাথায় কিরিচ দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করলে ত চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে ছেলে সাদ্দাম হোসেন এগিয়ে আসলে প্রতিপক্ষরা লোহার রড দিয়ে সাদ্দামকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে তার বাম পায়ে এবং ডান হাতের বাহুতে লেগে হাড়ভাঙা জখম হয়। এসময় তার মা হাছিনা বেগম, বোন শামীমা আকতার এগিয়ে আসলে তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে বলে থানার দায়েরকৃত অভিযোগ সুএে প্রকাশ। বর্তমানে গোলাম মোস্তাফার মাথায় ১০ টি সেলাই হয়েছে। এতে মাথা থেকে প্রছুর রক্তকরণ হয়। এ ব্যাপারে আহত পরিবারটি পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দীন এবং পটিয়ার এমপি জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী হস্তক্ষেপ কামনা করেছে ।
