সিরাজগঞ্জে মুজিববর্ষ পালন উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও বিতরণ


মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ 

"সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ,  বঙ্গবন্ধুর বাংলাদেশ"- এ স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে- সিরাজগঞ্জ সদরে  বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে। 

রবিবার (৩০ আগষ্ট) সিরাজগঞ্জ  সদর উপজেলার ৯নং  হরিপুর ইউনিয়ের  পাইকপাড়া মডেল হাইস্কুল মাঠ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপনের মধ্যে দিয়ে কর্মসূচী'র আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কেন্দ্রীয়  আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।  

পরে হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ১' হাজার গাছের চারা বিতরণ করা হয়।   সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ  রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। 

 বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন,  বৃক্ষরোপণ বাস্তবায়ন উপ- কমিটির কেন্দ্রীয় অন্যতম সদস্য নূর হোসেন সৈকত,  ইমন রায়, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল, তথ্যগবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসনে ফারুক,     বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাডঃ আবদুর রউফ পান্না, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র -(১) হেলাল উদ্দিন,

জেলা আঃলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গাজী  সোহরাব আলী সরকার, সদর উপজেলা আঃলীগের যুগ্ন-,সাধারণসম্পাদক  গাজী আব্দুস সাত্তার সিকদার প্রমুখ। 

অনুষ্ঠানে,  ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ এর সার্বিক সহযোগিতায় ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সঞ্চালনায় করেন।  অনুষ্ঠান কর্মসূচির মধ্যে ছিলো- পবিত্র কোরআন তেলাওয়াত, শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত, আলোচনা সভা শেষে বৃক্ষ রোপণের উদ্বোধন করা হয়  । 

    আলোচনাসভায় উদ্বোধক দেলোয়ার হোসেন বক্তব্য  বলেন,  "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষ্যে -জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর   শেখ হাসিনার নির্দেশনায়   - কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক কোটি বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম ইতিমধ্যেই দেশব্যাপী শুরু হয়েছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এর বিকল্প নেই।  

প্রধান অতিথি  ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মশতবার্ষিকী যে মুহুর্তে পালন করছি  আগষ্ট মাসের এই শোকাবহ বেদনাদায়ক মুহূর্তে   জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সোনার বাংলা গড়তে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।   

সদর উপজেলা আঃলীগের আহবায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, মুজিবশতবর্ষ পালনে -প্রতিটি ইউনিয়নেে একহাজার করে ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষ  রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।                        

এসময় উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক সিরাজগঞ্জ সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন তালুকদার, পৌরসভার ৫নং ওয়ার্ড আঃলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন তারা।        

 দুপুরে শিয়ালকোল ইউনিয়ন শিমুলতলা রোডে অনুরূপ একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম সপ্না।   এ অনুষ্ঠানের  সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের গোলাম আজম তালুকদার বাবলু, সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদার।  এসময় শিয়ালকোল  ইউনিয়ন আওয়ামী লীগ অন্যান্য নেতৃবৃন্দ সহ  ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ অনেকেই উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ