কুষ্টিয়া প্রতিনিধিঃকুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদসদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্'র আপন ফুপাতো ভাই, এম পি'র অবর্তমানে মানুষের সুখ দুঃখকে ভাগ করে নেওয়া আওয়ামীলীগ নেতা হাসিনুর রহমান এর হত্যাকারী ও পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে
প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল পাঁচটায় দারোগার মোড় বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বৃন্দ।
উক্ত সভায় নেতাকর্মীবৃন্দ তাদের বক্তব্য হাসিনুর হত্যাকারী ও পরিকল্পনাকারীদের আইনের আওতায় এনে কঠিন থেকে কঠোর বিচার দাবি করেন।
উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া দৌলতপুর আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভুল ব্যাখ্যা এসেছে আমি আমার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সঠিক তথ্যটা তুলে ধরতে চাই। মজিবরের ছেলে হত্যার সাথে এই হত্যার সম্পৃক্ততা নাই। এটা রাজনৈতিক ও পূর্ব পরিকল্পিত হত্যা তা নাহলে ঐ সময় আশে পাশের দোকানে যে সব লোক ছিল তারা এগিয়ে আসেনি কারন তারা মজিবরের লোক ছিলো এরা আওয়ামীলীগ বিরোধী রাজনীতির সাথে জড়িত।
তিনি আর জানান, আর শুনলাম আজ ১৫ থেকে ২০ দিন ধরে এই ষড়যন্ত্রের পরেই হত্যা। হাসিনুরকে শুধু মজিবর হত্যা করেনি, এই হত্যা কান্ড আমি বিনা চ্যালেঞ্জ আমি ছেড়ে দেবোনা যারা পিছনে বসে ষড়যন্ত্র করেছে পরিকল্পনা করেছে তাদের মুখোশ উন্মোচিত হবে। এটা সাধারন হত্যাকান্ড নয় এটা একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। আমাকে এবং আমার পরিবারকে বিতর্কিত করার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।