মো:রাসেল হোসেন, শ্রীপুর(মাগুরা) প্রতিনিধিঃমাগুরার শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সুমন মোল্লা মাগুরার টুলু হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী হয়ে ও আত্মগোপনে থাকা গ্রেফতার হয়েছেন।
মাগুরার শহরতলীর পারনান্দুয়ালীর আলোচিত টুলু হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সুমন মোল্যা শুক্রবার সন্ধ্যার পরে শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার থেকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান, ২০০০ সালে মাগুরার পারনান্দুয়ালীর আলোচিত টুলু হত্যা কান্ডে জড়িত ৩২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি সুমন মোল্যা ওরফে সুকমান, পিতা -আশরাফ মোল্যা, সাং- কচুয়া, উপজেলা- শ্রীপুর, জেলাঃ- মাগুরা। সে দীর্ঘ দিন যাবৎ আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে শ্রীপুর থানার চৌকস পুলিশ টিমের এ এস আই মুজাহিদ, এ এস আই আনারুল ইসলাম ও এ এস আই মনিরুল ইসলামের সহযোগিতায় অভিযান চালিয়ে ২৮ আগস্ট সন্ধ্যা ৭ টার সময় সাচিলাপুর বাজার থেকে সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
