আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কার্যনির্বাহি কমিটির পরিচিতি সভা ও বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হযেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উক্ত পরিচিতি সভায় নবগঠিত সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজান আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস.এম শওকাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুনার রশিদ, নবগঠিত সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে, আব্দুল কাদের, ফারুক হোসেন, এড. সামিউল ফেরদৌস পলাশ, যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাছুম, প্রভাষক হাসান মাহমুদ রানা প্রমুখ।
পরিচিতি ও আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও তার আত্নার মাগফেরাত কমনা করে দোয়া করেন।
