আশাশুনির বড়দলে সরকারী খালের নেটপাটা ও ভেড়িবাঁধ অপসারণ

আহসান উল্লাহ বাবলু, উপজেলা  প্রতিনিধি:আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের সরকারী খাস খালে অবৈধ নেটপাটা ও ভেড়িবাঁধ দিয়ে মৎস্য ঘের করে পানি নিষ্কাশন বন্ধ করার অবৈধ নেটপাটা ও ভেড়িবাঁধ অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দু'দিনভোর সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী  অফিসার মীর আলিফ রেজা ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানার  নির্দেশে বড়দল ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা রনজিত কুমার মন্ডল এ নেটপাটা ও ভেড়িবাঁধ অপসারণ করেন। অপসারণকালে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে রনজিত কুমার মন্ডল বলেন, সরকারী নির্দেশ অমান্য করে পরবর্তীতে ভেড়িবাঁধ দিলে সবাইকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে। বৃহস্পতিবার ইউনিয়নের বামনডাঙ্গা ও ফকরাবাদ মৌজায় ৮টি পয়েন্টে এবং শুক্রবার চকবুড়িয়া মৌজার ১৩টি পয়েন্টের ভেড়িবাঁধ অপসারণ করা হয়। এসময় ইউপি সদস্য মোঃ আব্দুল কাদের, দিলিপ কুমার সানা, গ্রামপুলিশ বৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ