মোহাম্মদ বেলাল উদ্দিন সিনিয়র স্টাফ রিপোর্টার :গত ৭ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এর একটি ফ্লাইট মাত্র ২ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কাতার এর উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ব্যাপারে অনেক সংবাদমাধ্যমেই সংবাদ করা হয়েছে এবং আলোচনা হয়েছে সর্বত্র, এবং এই বিষয়ে নিজেদের অফিশিয়াল বক্তব্য প্রকাশ করেছে বিমান বাংলাদেশ! বিমান কর্তৃপক্ষ জানায়, এই ফ্লাইটে যাত্রী দুজন গিয়েছেন বিশেষ অনুমতি নিয়ে!
বিগত ১০ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রেস রিলিজে বিমান বাংলাদেশ এর জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপন তাহেরা খন্দকার জানান, বিমান বাংলাদেশ এর যেই ফ্লাইটটিতে করে ২ জন যাত্রী ঢাকা থেকে কাতারের দোহায় যান, সেই ফ্লাইটটি মূলত লেবাননের বৈরুত থেকে ঢাকায় প্রবাসীদের ফিরিয়ে আনার জন্য ব্যবহার করা হচ্ছিলো। ফ্লাইটটির রুট হচ্ছে ঢাকা – দোহা – বৈরুত, এবং এর মাঝে ঢাকা থেকে দোহা রুটে ফ্লাইটটি কার্গো ফ্লাইট হিসেবে পরিচালনা করা হয়, এবং দোহা থেকে বৈরুতে গিয়ে বৈরুত থেকে ঢাকায় প্রবাসী বাঙালীদের দেশে ফিরিয়ে আনা হয়।
এই প্রেস রিলিজে আরো বলা হয়, ফ্লাইট বিজি-৪০২৫ বিগত ৭ সেপ্টেম্বর ৩১ হাজার ১৩৬ কেজি কার্গো নিয়ে ঢাকা থেকে কাতারের দোহা রুটে যাত্রা শুরু করে, এবং এই ফ্লাইটে বিশেষ অনুমতি নিয়ে ২ জন যাত্রী ভ্রমন করে, এই ফ্লাইটটি দোহা থেকে বৈরুত পৌঁছে বৈরুত থেকে ৪০৮ জন প্রবাসী যাত্রীসহ ঢাকায় পৌছায়। করোনা পরবর্তী পরিস্থিতিতে বৈরুত থেকে ঢাকায় প্রবাসী যাত্রীদের ফিরিয়ে আনার জন্য এটা ছিলো বিমান বাংলাদেশ এর ৬ষ্ঠ ফ্লাইট।
