সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ বন্ধ

 

মাসুদ রানা  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ  সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতি গ্রামে শুক্রবার  দিনে বেল্লাল হোসেন   মেয়ে ৮ম শ্রেনীতে পড়–য়া স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলেন জেলা প্রশাসন।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,শুক্রবার  দুপুরে  গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন বাল্য বিবাহের সংবাদ জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল  আহমেদ  এর নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে পরিবারকে বুঝিয়ে লিখিত নিয়ে বাল্য বিবাহ বন্ধ করা হয়। এসময় বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী কনে পক্ষের অভিবাবক এবং বরপক্ষের অভিভাবক কে অর্থদন্ড প্রদান করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল  আহমেদ বলেন,কনে ক্লাস ৮ম শ্রেনীতে  পরে আর তার বয়স ১৪ বছর ৫ মাস।কনে পক্ষের অভিবাবক অপ্রাপ্তবয়স্ক মেয়ে অন্তরাকে বিয়ে দেয়ার চেষ্টা করেন যা দন্ডনীয় অপরাধ। বাল্য বিবাহের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করি এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ে বিবাহ দিবে না এই বলে মেয়ের বাবার কাছ থেকে  এই মর্মে মুচলেকা নেয়া হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ