বদলগাছী মথরাপুর তিরমনি ব্রিজের রাস্তার বেহাল অবস্থা এ যেন মরণ ফাঁদ

 


রহমতউল্লাহ বদলগাছী নওগাঁ: এ যেন এক মরণফাঁদ বদলগাছী উপজেলার ২নং মথুরাপুর ইউনিয়নের শেষপ্রান্ত ঐতিহ্যবাহী তিরমুনি ঘাটের ২০০মিটার রাস্তার বেহাল অবস্থা। 

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ২নং মথুরাপুর ইউনিয়ন এর অন্তরালে বদলগাছী উপজেলা ও পত্নীতলা উপজেলা সদর দ্বারপ্রান্তে তিরমুনি ঘাট যা দুটি উপজেলা সংযোগস্থল আরে সংযোগ স্থলের মাঝ বরাবর বয়ে চলেছে বদলগাছীতে অবস্থিত ছোট গঙ্গা নদী এর মাঝ বরাবর ঐতিহ্য বাহি তিরমনি ঘাট 

দুটি উপজেলার  সংযোগ স্থল হলেও ঘাটে অবস্থিত ব্রিজের রাস্তার বেহাল দশা এ যেন এক মরণ ফাঁদে পরিনত যাতে দুর্ভোগে পড়ে দুই উপজেলার জনসাধারণ  ও রাস্তার বেহাল দশার ফলে ঝুঁকিপূর্ণভাবে চলছে চলাচল এতে করে যেকোনো সময় ঘটে যেতে পারে বড়  কোনো দুর্ঘটনা

এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে হাজারো মানুষ তারা রাস্তার বেহাল দশা ও রাস্তার মাঝে খাদ থাকার কারণে দুরভোগে  পড়ছে প্রতিনিয়ত।

এলাকাবাসী জানান যান চলাচল ও সম্ভব হচ্ছে না এ রাস্তা বেহাল অবস্থা ও রাস্তার মাঝে ধসে যাওয়ায় খাদ  থাকার কারণে বদলগাছী ও পত্নীতলা সংযোগস্থল হলেও এ দুই উপজেলা   তে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয় এবং সবজী উৎপাদিত হয় রাস্তা বেহাল অবস্থার কারণে উৎপাদিত সবজি বাজারে  রপ্তানি করতে পারছেনা এলাকার কৃষক এতে অর্থনৈতিক সমস্যায় পড়ছে কৃষক ও জনসাধারণ ।এলাকাবাসীর দাবির দাবি সংশ্লিষ্ট এ ঘটনাকে আমলে নিয়ে অতি তাড়াতাড়ি এর বিরোধ করতে  

এবং একই সাথে এ রাস্তা কাজটি করে এলাকার উন্নয়নের মান দন্ড পরিপূর্ণ করা জন্য  অনুরোধ করেন এলাকা বাসি ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ