মাধবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

 



লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে করোনা সংকট সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানোর কৌশল ও শিক্ষাবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাশনূভা নাশতারাণ সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান , উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী ভুট্টো, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু নাঈম ফরিদ, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও অন্যান্য অফিসের প্রধানবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ