আহসান উল্লাহ বাবলু উপজেলা প্রতিনিধি:আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি টু কোলা রিং বাঁধের ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। শনিবার সকালে ভাঙ্গন কবলিত এলাকার রিংবাঁধের কাজ করার সময় আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স,ম সেলিম রেজা মিলন বলেন,জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার দিকনির্দেশনায় আমরা রিং বাঁধের কাজ করে চলেছি। শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিলের নেতৃত্বে শ্রীউলা ইউনিয়নের কয়েক হাজার লোক এবং আমার নেতৃত্বে আশাশুনি সদর ইউনিয়নের সহস্রাধিক লোক সরকারি সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে বিগত কয়েক দিন যাবত রিং বাঁধ সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে চলেছি। ইতিমধ্যে রিং বাঁধের ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।আমরা আশা করছি আগামী এক থেকে দুই দিনের মধ্যে সম্পূর্ণ রিং বাঁধটির কাজ সম্পন্ন হবে। তিনি এ কাজে অংশগ্রহণ এর জন্য আশাশুনি সদর ইউনিয়নের মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
উল্লেখ্য বিগত মহাপ্রলয়ংকারি ঘূর্ণিঝড় আম্পানে শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি ও প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া বেড়িবাঁধ ভেঙে শ্রীউলা ইউনিয়নের অধিকাংশ এলাকা ও প্রতাপনগরের কোলা, হিজলিয়া প্লাবিত হয়।পরবর্তীতে অতি বর্ষণ ও প্রবল জোয়ারের কারণে ভাঙ্গন কবলিত শ্রীউলা ইউনিয়নের পানিতে আশাশুনি সদর ইউনিয়নের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়। হাজরাখালি টু কোলা এই রিং বাঁধের কাজ সম্পন্ন হলে আশাশুনি সদর ইউনিয়নের ১৪টি গ্রাম এবং শ্রীউলা উনিয়নের ২০টি গ্রাম জোয়ার ভাটার পানির হাত থেকে রক্ষা পাবে। সাধারণ মানুষ আবার তাদের বাড়ি ঘরে ফিরে এসে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে।
