আহসান উল্লাহ বাবলু , উপজেলা প্রতিনিধি:আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ীতে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ও তার সহধর্মিনীর শারীরিক সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুল্যা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আয়োজনে আগরদাড়ী ইসলামী সমাজ কল্যান পরিষদ কার্যালয়ের পাশে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী। ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলামের পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। এসময় উপজেলা ও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ও তার সহধর্মিনীর শারীরিক সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আগরদাড়ী বাইতুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সুলাইমান আজিজী এবং আগরদাড়ী পশ্চিমপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফুল ইসলাম।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
