সিপন,নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব- ১১ এর একটি অভিযানিক দল।গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সি পি এস সির মাদক বিরোধী অভিযানে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী নতুন বাজার এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ৯৯০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
নাহিদ হাসান(২৭),মোহাম্মদ রহিম শাহরুখ(২৪),সোহেল(২০)।
প্রথমিক জিজ্ঞাসাবাদে ও জানা যায়, মোঃ নাহিদ হাসান ও মোঃ রহিম শাহরুখ এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজী নতুন বাজার ও ৩নং বালুরমাঠ বিহারী পট্টি এলাকায় এবং অপর আসামি মোঃ সোহেল এর বাড়ি পটুয়াখালী জেলার সদর থানার ঝামলা এলাকায়।অনেক দিন ধরে নারায়ণগঞ্জ ঢাকা ও আশপাশ এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয় বিক্রয় সরবরাহ করে আসছিল তারা।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
