শাহ আলম জাহাঙ্গীর,ব্যুরো চিফ, কুমিল্লা:কুমিল্লার হোমনা উপজেলার মিরশ্বীকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলেনা নার্গিসের বাবা ও মায়ের রুহের মাগফিরাতে জন্যে নিরন্ন ভিক্ষুকের মাঝে একবেলা খাবার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার" ১১ সেপ্টেম্বর হাঁড়ির খোঁজে বাড়ি" ৪র্থ পর্বে হোমনা মিরশ্বীকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা প্রেস ক্লাবের সহ- সাংগঠনিক সম্পাদক মোরশিদ আলমের সহধর্মিণী হেলেনা নার্গিসের নিজ অর্থায়নে তার মরহুম বাবা ও মায়ের রুহের মাগফেরাত ও দোয়া কামনায় আজ হোমনা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন স্থানে ৫৫ জন ক্ষুধার্ত ভিক্ষুকের মাঝে এক বেলা খাবার বিতরণ করা হয়। পরে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. আব্দুল কুদ্দুস।
এ সময় উপস্হিত ছিলেন সাবেক প্যানেল মেয়র মানিক মিয়া ইমন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো. মোরশিদ আলম, হোমনা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম ভূঁইয়া, হোমনা প্রেসক্লাবের সহ সভাপতি মো. আমজাদ হোসেন সজল।
