নারায়ণগঞ্জের হতাহত পরিবারে খেলাফত মজলিসের আর্থিক সহায়তা


নারায়ণগঞ্জ,সিপনঃআজ শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকাল ৩টায় নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুল সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরনে হতাহত পরিবারের খোঁজখবর ও ৩৮টি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন খেলাফত মজলিসের মহাসচিব ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ড. আহমদ আব্দুল কাদের।

এসময় তিনি বলেন, মসজিদে অগ্নি দুঘর্টনায় তিতাস গ্যাসের দায়ীদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।ইতিমধ্যে নিহত পরিবারকে ৫ লাখ করে দিতে আদেশ দিয়েছে হাইকোর্ট। তিতাস গ্যাসের সব কর্মকর্তাদের আইনে আওতায় আনতে হবে। মানুষ এখন মসজিদেও নিরাপত্তায় পাচ্ছে না সরকারের কতিপয় কর্মকর্তাদের কারণে।

এ সময় তিনি ভয়াবহ বিস্ফোরণে হতাহত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ৩৮টি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করেন।


আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় স্বাস্থ্য বিয়ষক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরিফ মোহাম্মদ মোসাদ্দেক, নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুন, মহানগরের সহ-সভাপতি ইলিয়াস আহমদ, আলমগীর হোসাইন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আহমদ আলী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ কবির হোসাইন, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শাব্বির আহমাদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, জেলা সহ সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নূর মোহাম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি মিজানুর রহমান,জেলা দপ্তর ও প্রচার সম্পাদক কাউসার আহমদ সরকার,মিডিয়া সেলের সমন্বয়ক জাহিদ হাসান এবং জেলা ছাত্র মজলিস বায়তুল মাল ও প্রচার সম্পাদক আলম আদনান প্রমূখ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ