গণধোলাইয়ের নামে চোর কে হত্যা!




নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ---বগুড়ার নন্দীগ্রামে গরু চোর কে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মারতে মারতে মেরে ফেললো গ্রামবাসী, ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের অন্তর্গত শেখের মারিয়া গ্রামে, আর নিহত গরু চোর উজ্জল হোসেন রায়পাড়া গ্রামের বাসিন্দা, উক্ত গ্রামবাসীর বক্তব্যে জানা যায়, শেখের মারিয়া গ্রামে দীর্ঘদিন ধরে গরু চুরি, ওটো ভ্যান চুরি, দোকান চুরির ঘটনা ঘটে চলেছে, গত ১০সেপ্টেম্বার রাত আনুমানিক সারে ১২টায় শেখের মারিয়া গ্রামের কৃষক বেলাল হোসেনের বাড়ির গোয়াল ঘরে ঢুকে গরু চুরি করছিলো ৪জন গরু চোর, বাড়ির মালিক টের পেয়ে চারিদিকে মোবাইল ফোনে সবাইকে বিষয়টি জানালে গ্রামের সবাই একত্রিত হয়ে চোরদের ধাওয়া করে, ৪জন চোরের মধ্যে ৩জন পালিয়ে যেতে সক্ষম হলেও রায়পাড়া গ্রামের কুখ্যাত গরু চোর মোঃ উজ্জল হোসেন (৩৫) কে গ্রাম থেকে হাফ কিলোমিটার দুরে ধরতে সক্ষম হয়, এর পর তাকে ধরে এনে বেলাল হোসেনের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মারধর শুরু করে গ্রামবাসী এবং জানতে চায় এর আগে এই গ্রাম থেকে গরু চুরি কে করেছিল, গ্রামবাসীর অতিরিক্ত মারধরে ৩টি গরু চুরির কথা শিকার করে গরু চোর উজ্জল হোসেন, সেসব গরু এখন কোথায় আছে জানতে চাইলে সে জানায়, গরু ৩টি সিংড়া থানার মালকুর গ্রামের মোঃ হামিদুর রহমানের বাড়িতে আছে, তার কথা মতো রাত্রি ৩টায় কয়েকজনের এক টিম মালকুর গ্রামে গিয়ে দুটি গরুর সন্ধান পায়, যে ২টি গরু বর্তমানে মালকুর গ্রামের কেসিয়ার ও স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতির হেফাজতে রয়েছে, এর পর গরু চোর কে বলে শেখের মারিয়া গ্রামের কেউ এই চুরির সাথে যুক্ত আছে কিনা এই শিকারোক্তি নিতে মারধরের এক পর্যায়ে ভোর বেলায় গরু চোর উজ্জল হোসেন মৃত্যুর কোলে ঢোলে পরে, সঙ্গে সঙ্গে কয়েকজন গ্রামবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ডেকে ঘটনাস্থলে আনে, এরপর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গরু চোর উজ্জল এর মরদেহ দেখতে পায়, কিভাবে মারা গেলো পুলিশ গ্রামবাসীর কাছে জানতে চাইলে গ্রামের সবাই ও চেয়ারম্যান সাক্ষীদেয় গণধুলাইয়ে মারা গেছে, সারারাত এতো বড় ঘটনা ঘটে গেলেও গ্রামের কেউ পুলিশে খবর দিল না কেন এ বিষয়ে জানতে চাইলে কেউ কোন সদউত্তর দিতে পারেনি, পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন থানা পুলিশ, উক্ত বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি শওকত কবির বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছি, এ ঘটনায় শেখের মারিয়া গ্রামের কৃষক বেলাল হোসেন বাদী হয়ে মামলা করেছেন এবং অন্য দিকে নিহত গরু চোর উজ্জল এর মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন, বিষয়টি নিয়ে থানা পুলিশ কাজ করছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ