আশাশুনিতে রিং বাধার কাজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম




আহসান উল্লাহ বাবলু  উপজেলা প্রতিনিধিঃ  আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি টু কোলা রিং বাধার কাজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বৃহস্পতিবার সকালে তিনি এ রিং বাঁধের। কাজ পরিদর্শন করেন রিং বাঁধের কাজ পরিদর্শনকালে এ বি এম মোস্তাকিম বলেন- হাজরাখালি থেকে কোলা পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার রিংবাঁধের কাজের মধ্য প্রায় ৭০ ভাগ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।আমি মনে করি অতি দ্রুত সময়ের মধ্যে রিং বাঁধের কাজ শেষ হবে।এই রিং বাধ দেওয়ার ফলে শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী, কলিমাখালী (আংশিক), মাড়িয়ালা (আংশিক) ও প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়ার একটি অংশ বাইরে থাকবে। অপরদিকে এই বাঁধটি সম্পন্ন হলে শ্রীউলার প্রায় ২০টি এবং আশাশুনি সদর ইউনিয়নের ১৪ গ্রামে জোয়ারের পানি ওঠা-নামা বন্ধ হয়ে জনভোগান্তি কমবে।


রিং বাঁধের কাজে যেসকল  মহিলারা পানি ও আনুষঙ্গিক খাদ্যদ্রব্য সকলের কাছে পৌঁছায়ে দিতে কাজ করছেন তাদেরকে তিনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন।তিনি ভেঙে যাওয়া রাস্তা মেরামতের জন্য নিজ অর্থে  ইটের সুরকি প্রদান করেন। তিনি রিং বাঁধে কাজে সহযোগিতার জন্য সকলকে অনুরোধ জানান।


এ সময় উপস্থিত ছিলেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ