মোঃ আওলাদ হোসেন জেলা প্রতিনিধি,ভোলা,(দৌলতখান)উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে,সেই মধ্যম যেই চলে তফাতে"শ্রী ভোলার যুবকদের একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সক্রিয় সংগঠন ভোলা ব্লাড ডোনার্স ক্লাব (BBDC)। “মানব সেবার শপথ নিন,মুমূর্ষু কে রক্ত দিন” এই স্লোগান কে সামনে রেখে গ্রুপটি এগিয়ে যাচ্ছে সমাজের শিকর থেকে শিখরে। গ্রুপের একমাত্র লক্ষ্য ও উদ্দ্যেশ্য হচ্ছে কেউ যেন রক্ত স্বল্পতার কারনে কোন ধরনের সমস্যার না পরে।ইদানীং লক্ষ্য করা গেছে, বেশ কতগুলো প্রতারক চক্র মুমূর্ষু রোগীকে ব্লাড দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ভাবে রুগীকে হয়রানি ও টাকা অাত্নসাৎ করে।তারই রেস ধরে ভোলা ব্লাড ডোনার্স ক্লাব প্রতিষ্ঠা। সংগঠনটি ভোলা জেলার প্রতিটি উপজেলার ইউনিয়ন ও অধিকাংশ গ্রামে টিম লিডার নির্বাচিত করা হয়েছে।সাম্প্রতিক পুরে দেশ ব্যাপী সংগঠনটির কার্যক্রম চালিয়ে যাওয়ার নিমিত্তে দেশের প্রত্যেটি অঞ্চলে সংগঠনটির টিম লিডার নির্বাচন কার্যক্রম চলছে । এরই মধ্যে বরিশাল,পটুয়াখালী,ঢাকাতে বেশ কতগুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের টিম লিডার গঠিত হয়েছে। অদ্য ০৬/১১/২০২০ইং তারিখ রোজ শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে টিম লিডার নির্বাচিত করা হয়েছে। টিম লিডারের পরিচিতিঃ লিডারের ভাষায়,নামঃ শাহাদাত হৃদয় পিতাঃ- আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন,পিতামহঃ- মৃত: মোঃ চেরাগ আলী খান,গ্রামঃ- কাটাখালী ইউনিয়নঃ- মোল্লার হাট।জন্ম তারিখঃ- ১৫-০৪-১৯৯৭ব্লাডগ্রুপ- বি পজিটিভ [B+]শিক্ষা প্রতিষ্ঠানঃ-প্রাথমিকঃ- ৩৬ নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিকঃ- গোহাইল বাড়ি জে এম মাধ্যমিক বিদ্যালয়।উচ্চমাধ্যমিকঃ আমৃত লাল দে মহাবিদ্যালয়।(এইচ এস সি পরীক্ষায় বরিশাল বোর্ডে ১৩ তম)(২০১৬-১৭ শেসনে ৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সবগুলোতেই উত্তীর্ণ হই।)স্নাতকঃ- অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত। ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়।পড়াশুনার পাশাপাশি বিভিন্ন পত্রিকায় লেখালেখি ও আবৃত্তি করছি।( পদাতিক সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চের নিয়মিত আবৃত্তি শিল্পী )পছন্দের কাজের মধ্যে বই পড়া, কবিতা লেখা ও একাকী ভাবা অন্যতম।প্রিয় খেলা - ক্রিকেট।হৃদয়ে বাংলাদেশকে ধারণ করি। যে দেশ আমায় এতদূর নিয়ে এসেছে তার জন্য কিছু করতে চাই।সবার কাছে দোয়া প্রার্থী।সংগঠনটির এডমিন এস,এম মোঃআলী হায়দার দৈনিক কপোতাক্ষ নিউজ কে বলেন,আমরা পর্যায়ক্রমে দেশের সবকয়টা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে টিম লিডার নির্বাচিত করব,ইনশাআল্লাহ। আমাদের একমাত্র প্রত্যয় ও স্লোগান “মানব সেবায় শপথ নিন,মুমূর্ষু কে রক্ত দিন”যেন রক্তের অভাবে কারো প্রান না ঝরে।