ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলেছে!


আব্দুর রাজ্জাক, হরিরামপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি। হরিরামপুর    যোগপোযোগী আদর্শ   শিক্ষা প্রতিষ্ঠান  দড়িকান্দি সারোয়ার হোসেন আইডিয়াল মাদ্রাসা।   ভর্তি শুরু আগামি ১৫/১১/২০২০ ইং থেকে - ক্লাস শুরু হবে পহেলা জানুয়ারি ২০২১ ইং। দড়িকান্দি সারোয়ার হোসেন আইডিয়াল  মাদ্রাসার সুনামধন্য প্রধান শিক্ষক জনাব রমজান আলী সাহেব বলেন। 

আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ হলো 

১/ উচ্চ শিক্ষিত, প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক ধারা পাঠদান। 

২/ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর কুরআন সুন্নাহ ভিক্তিক ইসলামি শিক্ষা ব্যবস্থা। 

৩/ আরবী ও ইংরেজিতে কথোপকথন পারদর্শী করা। 

৪/ আরবী বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দর করা। 

৫/ বিভিন্ন সরকারি ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন সহ নামুখি শিক্ষা 

৬ / এছাড়া আরো সুযোগ সুবিধা রয়েছে। 

প্রয়োজনে  

যোগাযোগ নং  ০১৭৬৪৭৪২৯৯১


★★বিশেষ আকর্ষণ হলো.. .

বিশ্বজয়ী আন্তর্জাতিক কারী পুরুষ্কার প্রাপ্ত হাফেজ জাকারিয়া নিজে উপস্থিত থেকে মাসিক পরীক্ষা ও মশ্বকের পরিচালনা করবেন। 


আইডিয়াল শাখার প্রধান সমন্বয়কারী 

মোঃ জালাল উদ্দিন আহমেদ 

অবঃ ভার প্রাপ্ত প্রধান শিক্ষক অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মোবাইল নং ০১৭২৬৮৫১৩০১

অত এব আপনার সন্তান কে মাদ্রাসায় ভর্তি করে দিন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ