শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

খাদেমুল ইসলাম রাজ, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ ভোরের শিশির মুক্তার মতো আলো ছড়িয়ে জানান দিচ্ছে আসছে শীত। শিশির মাখা একরাশ সজীব স্বপ্ন নিয়ে প্রকৃতি এখন মানুষকে কাছে টানছে। কুয়াশা মাখা প্রকৃতি আর মাঠে মাঠে ফসলের সম্ভাবনার ঘ্রাণ, কৃষকের চোখে-মুখে আনন্দের রেখা। উৎসব আর আনন্দের মাঝে নিম্ন খেটে খাওয়া মানুষ। এমন সময় প্রকৃতি দুর করে দেয় শত কষ্টের গ্লানি। প্রকৃতির অপরুপ ছবিতে সাজানো মাকরসার জালে আটকা পরেছে সাহিত্য প্রেমিরা ।

ভোরবেলা মাঠে ময়দানে ঘুরে দেখা যায়, ভোরের সূর্য, হালকা লালচে রংয়ে দিচ্ছে ঝিলিক। সূর্যের কিরণে মুক্তা মালা চোখে পরে। কুয়াশার প্রতিটি কনা মুক্তার মতো জ্বলছে। গ্রীষ্ম আর শীতের মধ্যে যেন অপরূপ এক সেতুবন্ধন। মাঠে প্রান্তরে ভোর বেলা শিশির মাখা ধানের ডলা জানান দিচ্ছে সম্ভাবনার বার্তা।

ইমাম হাসান মাহিন শাহ (২২)জানান, দিনাজপুর বীরগঞ্জ উপজেলা সহ উত্তরের উপজেলাগুলোতে মাঝা-মাঝিতে ভোর বেলা দুর্বা ঘাসে শিশির দেখা যায়।ইতোমধ্যে বিদায় নিল শারদীয় দুর্গোৎসব। কয়েকদিন থেকে ভোরে বৈদ্যুতিক ফ্যানের প্রয়োজন হচ্ছে না তাই শীত শিরশির করে দরজায় করা নাড়ছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ