আব্দুল জব্বার, স্টাফ রিপোর্টার।।যশোরের শার্শা উপজেলার পুলিশ অভিযান চালিয়ে ৩০কেজি গাঁজাসহ মফিজুর রহমান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তাকে আটক করেন গোড়পাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। আটককৃত মফিজুরের বাড়ি উপজেলার শিকারপুর গ্রামের মৃতঃ ইজ্জত আলীর ছেলে।
পুলিশ জানান,মাদক পাচারের গোপন খবরে, গোড়পাড়া ফাঁড়ির পুলিশ ইনচার্জ এজাজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে, উপজেলার লল গ্রামের শুকুর আলীর বাড়ীর সামনের পাকারাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মফিজুরকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে।