এককালীন আর্থিক অনুদানে চেক ও বাই সাইকেল বিতরণ


আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার জাতীয় সমাজকল্যাণ পরিষদ " থেকে ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য প্রাপ্ত এককালীন আর্থিক অনুদানের চেক, প্রয়াত ৩০ জন বীরমুক্তিযোদ্ধার ওয়ারিশদের মধ্যে প্রতিস্থাপিত সম্মানী ভাতার বহি ও এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ৩০ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করেন। 

মান্যবর জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে "উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, বড়লেখা কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা মোঃ শামীম আল ইমরানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ, বড়লেখার চেয়ারম্যান জনাব সোয়েব আহমেদ, উপজেলা পরিষদ, বড়লেখার সাবেক চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদ, বড়লেখার ভাইস চেয়ারম্যান জনাব মোঃ তাজ উদ্দিন ও জনাবা রেহানা বেগম, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব হাওলাদার আজিজুল ইসলাম।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ