স্টাফ রিপোর্টারঃ গঙ্গানন্দপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগে এমপি প্রতিনিধি মোঃ আমিনুর রহমান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়ন জুড়ে গনসংযোগ করে বেড়াচ্ছেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান এমপি প্রতিনিধি মোঃ আমিনুর রহমান।
তিনি প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট বাজার, মহল্লায় ছুটে যাচ্ছেন জনগণের কাছে, জনগণের বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং তাদের কে পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশা থাকছেন। তারই ধারাবাহিকতায় আজ ১০ নভেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত ১০ টা পর্যন্ত অত্র ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গঙ্গানন্দপুর গ্রামের বিভিন্ন চায়ের দোকান সহ গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থানরত জনগণের সাথে যোগাযোগ করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনে অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাদের দোয়া ও সমার্থন চান।