আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি : ‘মাদক কে না বলুন’ এ স্লোগানকে সামনে রেখে আশাশুনির আনুলিয়ায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে তেঁতুলিয়া সম্মিলিত যুবসংঘ।
বুধবার (১১ নভেম্বর) বিকাল ৪টায় আনুলিয়ার বিছট আব্দুল ওহাব মেমোরিয়াল মাঠে বিছট আব্দুল ওহাব প্রগতির যুবসংঘের আয়োজনে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির।
খেলায় কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া যুবসংঘ ও কালীগঞ্জের নলতা কাশিমাড়ি যুবসংঘ পরষ্পরের মুখোমুখি হয়। নির্ধারত সময়ে মধ্যে নলতাকে ০-৪ গোলে হারিয়ে তেঁতুলিয়া জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন সোহাগ ইসলাম, উত্তম মন্ডল ও আকবর হোসেন। ধারাভাষ্যে ছিলেন, শফিকুল ইসলাম মুকুল, আব্দুর রাজ্জাক ও মফিজুল ইসলাম সরাফাত।
আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান নুরুল আলম, আশাশুনি থানার এসআই হাসানুজ্জামান (হাসান), এস আই মামুন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির সদস্যবৃন্দ ও হাজারও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
একই মাঠে আগামী সোমবার (১৬ নভেম্বর) বিকেলে টুর্ণামেন্টের ২য় খেলায় সাতক্ষীরা চাঁদপুর জিম ফুটবল একাদশ ও পাইকগাছা উপজেলার দেবাশীষ ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হবে।