মাদ্রাসার ছাদ ঢালাই এর উদ্বোধন করলেন সৈয়দ আমিনুর রহমান বাবু


আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাগান বাড়ি বায়তুল নূর হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং এর ছাদ ঢালায়ের কাজ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) সকালে, মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার উদ্বোধন করেন,  সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, সৈয়দ আমিনুর রহমান (বাবু), এসসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, হাফেজ মোঃ হাবিবুর রহমান, মাওলানা মোস্তাফিজুর রহমান, জি.এম আব্দুল খালেক, রফিকুল ইসলাম, হারুনার রশীদ, কুরবান আলী, রফিক হোসেন ও চালতে তলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় মাদ্রাসা উন্নয়নের লক্ষে, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান,  সৈয়দ আমিনুর রহমান (বাবু) একলক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন এবং  সবাইকে সাধ্যমতো, মাদ্রাসার উন্নয়নের জন্য সহায়তা করার আহ্বান জানান।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ