দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের আশুরার বিল রক্ষার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মামুনুর রশিদ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষন আশুড়ার বিল রক্ষাসহ ৫দফা দাবীতে স্থানীয়দের মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়।

আজ বৃহষ্পতিবার নবাবগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের সামনে উক্ত মানববন্ধনটির আয়োজন করে জনপ্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন, শিক্ষক, শ্রমিকসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। এসময় উপজেলার শহরের সকল ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে নিজ নিজ ব্যানারে আশুড়ার বিল রক্ষায় মানববন্ধনে যোগ দেন। মানববন্ধনকারীরা জাতীয় উদ্যানের পরিবেশ বজায় রাখতে অন্য জেলা থেকে আগত অবৈধ দখল উচ্ছেদ, ক্ষতিগ্রস্থ ক্রসড্যামের বাধ সংস্কার, বিলে মাছ চাষের জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহনসহ ৫ দফা দাবী জানায়। ৭ দিনের মধ্যে দাবী মানা না হলে আগামীতে আরো বৃহৎ কর্মসূচীর হুশিয়ারী দেন তারা। মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনার বরাবর একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের নিকট প্রদান করা হয়।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুর রহমান, ক্লাব ও লাইব্রেরী সভাপতি জিয়াউর রহমান মানিক, কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েম সবুজ, শালকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক প্রমূখ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ