কুলাউড়ায় বন্ধুর বন্ধন রক্তদান ফাউন্ডেশন এর টি-শার্ট মোড়ক উন্মোচন



মোঃরেজাউল ইসলাম শাফি,  কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ সাম্প্রতিক বন্ধুর বন্ধন রক্তদান ফাউন্ডেশন এর টি-শার্ট  মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শ্রীপুর জালালীয়া ফাজিল ডিগ্রী মাদরাসার হলরুমে। ২০ নভেম্বর শুক্রবার এই অনুষ্ঠান আয়োজন করা হয়। বন্ধুর বন্ধন  রক্তদান ফাউন্ডেশনের প্রায় অর্ধ শতাধিক সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত সুন্দর আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে বন্ধুর বন্ধন রক্তদান ফাউন্ডেশন (শ্রীপুর মাদরাসা বাজার)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু সামাদ সুজেল।


অনুষ্ঠানের শুরুতেই হাফিজ ইকবালের কোরআন তেলাওয়াত এর পর শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন নাজমুল হোসেন,তরিকুজ্জামান তরিক, আল আমিন সেন্টু, পারভেজ, সাইফুল ইসলাম,জিয়াউর রাহমান।এরপর টি-শার্ট এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৫নং ব্রাহ্মনবাজার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন। তিনি বন্ধুর বন্ধন রক্তদান ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ মোঃ আব্দুস শহিদকে ফাউন্ডেশনে টি-শার্ট উপহার দেওয়ার জন্য অভিনন্দন জানান। ফাউন্ডেশনের টি-শার্ট মোড়ক উন্মোচনকে ঘিরে হয়েছিল অনেকগুলো আলোকিত মানুষের মিলনমেলা। স্নিগ্ধ সান্নিধ্যে আত্মার আত্মীয়দের সঙ্গে নির্মল আনন্দে কথোপকথন। গল্পের ছলে মন ভিজিয়ে আনন্দ-অনুভবের আবেশে আপ্লুত হওয়া। সবকিছু মিলিয়ে এটি ছিল একটি ব্যতিক্রমধর্মী ব্যঞ্জনাময় চমৎকার অনুষ্ঠান।সুন্দর এই অনুষ্ঠানের পরিকল্পনা, আয়োজন, ব্যবস্থাপনা, পরিচালনা ও সহযোগিতায় ছিলেন বন্ধুর বন্ধন রক্তদান ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ