প্রেস বিজ্ঞপ্তিঃ সন্ত্রাস-নৈরাজ্য-ধর্ষণ-খুন-গুমের রাজনীতিকে ‘না’ বলে সুস্থ্য-সুন্দর-সততার রাজনৈতিকধারা চলমান রাখার লক্ষ্যে নতুনধারা বাংলাদেশ এনডিবি সারাদেশে সকল জেলা-উপজেলা কমিটি বিলুপ্তি ও নতুন কমিটি গঠন করছে।চলতি বর্ষের সেপ্টেম্বর থেকে ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী ঘোষিত এই কর্মসূচীর ধারাবাহিকতায় ৮ নভেম্বর বিকেল ৪ টায় রানী বিশ্বাসকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও মহাসচিব নিপুন মিস্ত্রী অনুমোদিত কমিটির অন্যান্যরা হলেন সালাউদ্দীন নিশান ও বুয়েটের সাবেক ছাত্রনেতা প্রকৌশলী জিনাত জাহান খানকে যুগ্ম আহবায়ক, সাব্বির চৌধুরী সদস্য সচিব, সদস্য সুভাষ নন্দী, দিঠি আহমেদ, শামীম জমাদ্দার ও সাকিলা ইয়াসমিন।
উল্লেখ্য, রানী বিশ্বাস ছাত্রজীবনে নতুনধারা বাংলাদেশ এনডিবির সহযোগী সংগঠন ‘জাতীয় শিক্ষাধারা’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।