আশাশুনির বড়দলে চেয়ারম্যান প্রার্থী সোহরাবের গণসংযোগ



আহসান উল্লাহ বাবলু আশাশুনি  সাতক্ষীরা  প্রতিনিধিঃ  আশাশুনির বড়দল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ইউপি সদস্য ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল নির্বাচনী গণসংযোগ করেন। মঙ্গলবার সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক মোটরসাইকেল নিয়ে তিনি গণসংযোগ করেন। গণসংযোগকালে পথসভায় তিনি বলেন আমি দীর্ঘদিন ধরে বড়দল ইউনিয়নের অসহায় সাধারন মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সুবিধা বঞ্চিত অসহায় সাধারণ মানুষের কথা ভেবেই আমি প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হতে পারলে এই ইউনিয়নে সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীনদের নিকট হস্তান্তর এবং খাস জলমহল সর্বসাধারণের জন্য অবমুক্ত করব। তিনি আরও বলেন নির্বাচিত হতে পারলে ইউনিয়ন পরিষদকে অনিয়ম ও দুর্নীতিমুক্ত করব এবং সন্ত্রাস,মাদক নির্মূল করব। তিনি বড়দল ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা রমেশ মন্ডল, আজিজুর রহমান, আনিস সরদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবু,সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন,বাস্তুহারা লীগের সভাপতি রাজু আহমেদ,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ