মোঃ শামীম আল-মামুন,ইবি প্রতিনিধিঃ সারাদেশব্যপী সমন্বিত সমন্বিত ভর্তি পরিক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউ জি সি)। এই সিদ্ধান্তকে আমলে নিয়ে সবার সাথে একমত হয়ে সমন্বিত ভর্তি পরিক্ষা নিতে চেয়েছিল ইসলামী বিশ্ববিদ্যালয়। সমসাময়িক পরিস্থিতি বিবেচনা করে ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্রগ্রাম, ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত থেকে সরে আসে। তাদের পাশাপাশি এবার সেই সিদ্ধান্তকে যাচাই বাচাই করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিক্ষা কমিটি ও সমন্বিত ভর্তি পরিক্ষা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। আজ ৯ ই নভেম্বর কেন্দ্রীয় ভর্তি পরিক্ষা কমিটি ইসলামী বিশ্ববিদ্যালয় এই নির্দেশনা প্রধান করে। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ এই তথ্য নিশ্চিত করে বলেন কেন্দ্রীয় ভর্তি পরিক্ষা কমিটির এই সিদ্ধান্তক্রমেই সমন্বিত ভর্তি পরিক্ষা থেকে সরে আসা চূড়ান্ত হয়েছে।