পটিয়ায় আসন্ন ইউপি নির্বাচনে মেম্বর প্রার্থী হবেন শফর আলী চৌধুরী


সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ- পটিয়াঃ-  সারাদেশে ন্যায় পটিয়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা নির্বাচনে প্রস্তিুতি  নিতে শুরু করেছে। প্রার্থীরা সামাজিক যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন।    এরই  ধারাবাহিকতায় পটিয়া উপজেলা কুসুমপুরা ইউনিয়নের আসন্ন  ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬ নং  ওয়ার্ড হইতে আওয়ামী লীগের দলীয়  সমর্থন ও জনগণের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন কুসুমপুরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী চৌধুরী।  সে পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক  সদস্য।   শফর আলী চৌধুরী জানান দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে সামাজিক কাজ করেছি। তার দৃঢ় বিশ্বাস আগামী ইউপি নির্বাচনে কুসুমপুরা ইউনিয়ন ৬নং ওয়ার্ড হইতে নির্বাচন প্রার্থী হলে অএ এলাকার জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবে । জনগণের উপর আস্থা ও বিশ্বাস রেখে  কুসুমপুরা ইউনিয়নে ৬ নং ওয়ার্ড হইতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হতে চায়। তিনি আরোও জানান, এলাকার বিভিন্ন সামাজিক কাজে জড়িত এলাকার অনেক পুরোনো বিরোধ মিমাংসায় আমি অগ্রণী ভুমিকা পালন করেছি । তাই জনগণের ভালোবাসা সুখ-দুঃখ সাথী হতে আগামী ইউপি নির্বাচনে কুসুমপুরা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড হইতে নির্বাচন করে জনগণ সেবা নিশ্চিত করতে নির্বাচনে প্রার্থী হব। তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। পটিয়ার এমপি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। আমার নির্বাচনী কুসুমপুরা ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড  এলাকায় আরোও বেশি উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে নির্বাচনে অংশ গ্রহণ করে বিজয়ী হয়ে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে     তিনি সকলের দোয়া কামনা করেছেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ