কয়রায় আইসিডি'র সদস্য সেলিমের রক্তদান

মোহাঃ ফরহাদ হোসেন, কয়রা ((খুলনা)) প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলায় লিভার সার্জারি সমস্যায় এক অসহায় নারীকে রক্ত দিতে এগিয়ে এসেছে ইনিশিয়েটিভ ফর কোষ্টাল ডেভেলপমেন্ট (আইসিডি) গত ১৩ নভেম্বর শুত্রুবার উপজেলার ৬নং কয়রা গ্রামের গৃহিণী কল্যাণী মন্ডলকে ঢাকা ধানমন্ডি গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার শরীরে রক্তশুন্যতা দেখা দিলে কয়রা উপজেলার উপকূলীয় জনপদের

 সেচ্ছাসেবী সংগঠন আইসিডি'র সদস্য সেলিম রেজা তার শরীর থেকে অসুস্থ কল্যাণী মন্ডলকে এক ব্যাগ বি- পজেটিভ রক্ত দান করেন। 

সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসায় এলাকর সকল শ্রেনী পেশার মানুষ আইসিডি সদস্যদের সাধুবাদ জানান।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ