আশাশুনিতে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা



 আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধিঃ আশাশুনিতে জাতীয় সমবায় দিবস ২০২০ নানা আয়োজনে পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আশাশুনির আয়োজনে দিবসটি পালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানার সভাপতিত্বে ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ প্রতিবাদ্য বিষয়কে সামনেরেখে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ

চক্রবর্তী। উপজেলা সমবায় অফিসার (দায়িত্ব প্রাপ্ত) রমেন্দু বাছাড় ও বড়দল পদ্ম সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি শিক্ষক উত্তম কুমার এরপরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতিজি,এম ফারুক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্যজীবি সমিতির উপজেলা সেক্রেটারী নাসির উদ্দীন, সাবেক ইউপি সদস্য কল্যাণী সরকার, সমবায় অফিসের অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি/সম্পাদকবৃন্দ। বক্তারা বলেন বঙ্গবন্ধু সমবায়ীদের উন্নয়ন দর্শন।গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের প্রতিটি গ্রামে গণমুখী সমবায় সমিতি গঠন করা হবে। যেখানে গরীব মানুষ যৌথভাবে উৎপাদন যন্ত্রের মালিক হবে। সমবায়ের মাধ্যমে গ্রাম বাংলায় গড়ে উঠবে ক্ষুদ্র শিল্প যার মালিক হবে সাধারণ কৃষক,শ্রমিক এবং ভূমিহীন নির্যাতিত ধুঃখী মানুষ। অনুষ্ঠানে সকলকে মাস্ক সরবরাহ করা হয় এবং শ্রেষ্ঠ সমবায়ীদের ক্রেস্ট প্রদান করা হয়। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ